পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৬ অক্টোবর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো যে দাবি করছে, তা বাস্তবায়ন করতে হলে আরপিওসহ সংবিধান সংশোধন করতে হবে। আর নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করতে হবে।’

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এবিএম মোশাররফ বলেন, ‘পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গত ৫ আগস্টের পর সব ধর্মের মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শান্তিতে রয়েছেন। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় না থেকেও দলের নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মতের ও দলের মানুষকে নিয়ে কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে।’


‘আওয়ামী লীগের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করেছিল, আমরা তখন থেকেই এর প্রতিবাদ করেছি। একটি ভালো নিউজ দেশ ও জাতির পরিবর্তন করতে ভূমিকা রাখে। আমরা বিএনপি সংবাদমাধ্যমের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে চাই। কলাপাড়ার উন্নয়ন করতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন,’ জানান বিএনপি নেতা। 


পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবীর, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমুখ।


মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad