পেনসিলভানিয়া, ১৬ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২

সর্বশেষ:
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান বিএনপি’র প্রার্থী পরিবর্তনে আবেদনের স্তূপ নয়াপল্টনে ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের দ্বারপ্রান্তে- জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে, তাদের ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরান ইসরাইলে হামলার পর এ বিষয়ে জরুরি বৈঠকের অনুরোধ করে ইসরাইল। 

স্থানীয় সময় রোববার (১৪ই এপ্রিল) বিকেলে ইরানের হামলা নিয়ে সভা শুরু হয়। এতে নিজেদের দেশের অবস্থান উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত ইরান ও ইসরাইলের রাষ্ট্রদূতরা।  


এসময় সভা শুরুর আগে নিজ বক্তব্যে অ্যান্তোনিও গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে এমন যে কোনো পদক্ষেপই উপেক্ষা করা জরুরি। পাশাপাশি সবাইকে এর পরিণতির কথা ভেবে যুদ্ধের প্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান।


তিনি এসময় গাজার নিরাপরাধ বেসামরিক নাগরিগদের ভোগান্তি ও যুদ্ধ বিরতির প্রয়োজন উল্লেখ করে জানান, গাজাবাসী ক্ষতি সম্মুখীন হয়ে চরম মূল্য দিচ্ছে। এসব সংঘাত যাতে আবারও ছড়িয়ে না যায়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব, সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্বপালনের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘাত বন্ধ ও লোহিত সাগরে নৌ-যান চলাচল পুনরায় স্বাভাবিক করা নিয়েও কথা বলেন। 

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad