পেনসিলভানিয়া, ১৫ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২

সর্বশেষ:
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান বিএনপি’র প্রার্থী পরিবর্তনে আবেদনের স্তূপ নয়াপল্টনে ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান

মুনা পেনসিলভেনিয়ার চিলড্রেন কম্পিটিশনের পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:২৩ এএম, ২২ এপ্রিল, ২০২৪

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা পেনসিলভেনিয়া সাউথ চ্যাপ্টার আয়োজিত চিলড্রেন কম্পিটিশন ২০২৪ এর পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী গত শনিবার (২০শে এপ্রিল ) মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদে অনুষ্ঠিত হয়। চ্যাপ্টার সভাপতি বেলাল মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ এনামুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইষ্ট জোন এডুকেশন ডিরেক্টর ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইষ্ট জোন ফ্যামিলি ডিভোলাভম্যান্ট সেক্রেটারি হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন আপার ডার্বির স্থানীয় কাউন্সিলম্যান শেখ সিদ্দিক , রাহমান ফ্যানান্সিয়াল এর সিইও মোসাইদ রহমান, আল আক্বসা হজ এন্ড উমরাহ প্রোভাইডার হাসনাত আহমদ , মাহমুদুর রশিদ সেলিম , মুনা সেন্টার অফ আপার ডার্বির ইমাম আবু বককর। 


প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন একটি সুন্দর আগামী গড়ে তোলার জন্য মুনা শিশু-কিশোরদের নিয়ে কাজ করে । দক্ষ, আদর্শবান ও নৈতিকতা সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মুনার রয়েছে স্বতন্ত্র চিল্ড্রেন ডিপার্টমেন্ট। আজকের পুরস্কার বিতরণ প্রমাণ করে শিশু কিশোরদের মাঝে মুনা তার কাজ করে যাচ্ছে। তাই মুনার কাজকে প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্রাদার হুমায়ুন কবির বলেন মুনার চিল্ড্রেন ডিপার্টমেন্ট বিশেষত বাংলাদেশি আমেরিকান শিশুদের মাঝে ইসলামের তাহজিদ তামাদ্দুন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রতিবছর ক্বেরাত , নাশীদ , বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের দিকে প্রাথমিক পরিচয় করে দিচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন মুনা পিএ সাউথ চ্যাপ্টার সেক্রেটারি নোমান সিদ্দিকী , হাফিজুর রহমান,মাওলানা মহি উদ্দিন, ইয়াছিন আরাফাত রাজীব, আবু বককর সিদ্দিক , নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের সভাপতি শরীফ খান, আব্দুল বাছিত , আকছার জুনেদ সহ মুনার ম্যান , ওম্যান , ইয়ুথ , সিস্টার এবং চিল্ড্রেন ডিপার্টমেন্ট এর নেতৃবৃন্দ। 


শতাধিক শিশুদের মাঝে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ,ক্রেষ্ঠ ও গিফট সহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয় এবং আগত সকলকে ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

মন্তব্যঃ

আকছার জুনেদ বলেছেন, ০৩:১৩ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

আলহামদুলিল্লাহ , শিশুদের মাঝে ইসলামের আদর্শিক চিন্তাধারা জাগ্রত হতে এসব প্রোগ্রামের বিকল্প নেই ।

Md Alam বলেছেন, ১১:১৪ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

We invite you all join this kid of programe

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad