পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

"ছয় খাতে বাণিজ্য চায় দক্ষিন কোরিয়া"

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৭ এএম, ০৫ এপ্রিল, ২০২৪

অর্থনীতি কলামিষ্টঃ তানজিমা আক্তার 

বাংলাদেশে আরও বাণিজ্য বাড়াতে ছয় খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তির (এমওইউ) প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি বলছে, দুই দেশ মুক্তবাণিজ্য চুক্তিতে যাওয়ার আগে এই এমওইউ সম্পন্ন করতে পারে- যাতে করে আরও বেশি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হয়।

সূত্র জানায়, এরই মধ্যে সমঝোতা চুক্তির একটি খসড়া পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট দফতর সেই খসড়া পর্যালেচনা করছে।

বেসরকারি খাতের ওই চুক্তির সূত্র ধরেই এখন দুই দেশের সরকারের মধ্যে অনুরূপ একচি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে কোরিয়া। এ বিষয়ে সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন কোরিয়া বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায়। তারই অংশ হিসেবে তারা বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে এফবিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে তারা সহায়তা করছে।

এখন সরকারের সঙ্গে চুক্তিতে কী ধরনের সহায়তার প্রস্তাব রয়েছে-তা না জেনে কোনো মন্তব্য করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে কোরিয়ার বড় ধরনের বিনিয়োগ রয়েছে। চট্টগ্রামে কোরীয় ইপিজেড রয়েছে।তারা এসব কোম্পানির টেকসই বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি তাদের দেশের আরও কোম্পানির বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।

এজন্য দেশটি কিছু বাণিজ্য বাধাসহ কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কহার কমানোর সুপারিশ করেছে। এসব সুপারিশের পাশাপাশি কোরিয়া চাইছে তারা বাংলাদেশের ডিজিটাল ইকোনমির পাশাপাশি পরিবেশবান্ধব (গ্রিন ইকোনমি) সবুজ অর্থনীতিতে সহায়তা বাড়াতে। এ ছাড়া ভারী শিল্পের পাশাপাশি এসমইএ শিল্পেও ব্যাপক দক্ষতা রয়েছে কোরিয়ার। এ বিষয়গুলোতে সহায়তা করতেই তারা দুই দেশের সরকারের মধ্যে বাণিজ্য বিষয়ে একটি সমঝোতা চুক্তির আগ্রহ প্রকাশ করেছে। কোরিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩ দশমিক ০৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ৭১ শতাংশ বেশি। ২০২১ সালে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিপক্ষীয় এই বাণিজ্য কোরিয়ার অনুকূলে। বাংলাদেশ দেশটিতে ১ বিলিয়ন ডলারের কম পণ্য রপ্তানি করলেও আমদানি করে চার গুণের বেশি। ২০২২ সালে দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad