38
আ.লীগের বিচার প্রক্রিয়া শুরু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ এএম, ০৮ অক্টোবর, ২০২৫
জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তদন্তও শুরু হয়ে গেছে। কর্মকর্তা দ্রুত এ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আগেরই আবেদন ছিল। যেহেতু সব আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা সম্ভব না, তাই ক্রমান্বয়ে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এছাড়া আদালতে সাক্ষীদের দেওয়া বিভিন্ন জবানবন্দি এক্ষেত্রে আনুষ্ঠানিক দলিল হিসাবে কাজ করবে। সাক্ষ্যগুলো অন্যতম প্রমাণ হিসাবে গণ্য হবে। এছাড়া এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল ইসলাম (৪৬)।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ, তিনি জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে পারবেন না। একইভাবে সেই ব্যক্তি কোনো সরকারি চাকরি করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এ আনা সংশোধনীতে এসব বিষয় যুক্ত করা হয়েছে। এতে অধ্যাদেশে ২০(সি) ধারা সংযোজন করা হয়। ৬ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট ১৯৭৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। প্রসঙ্গত, ইতোমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কয়েকজনের বিরুদ্ধে। তাদের অনেকের বিরুদ্ধে বিচারও শুরু হয়েছে। ফলে হাসিনাসহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন।
দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, দলকে তো আর সাজা দেওয়া যাবে না। তবে দলকে কী ধরনের সাজা দেওয়া যাবে, সেটা আইনে বলা আছে। যেমন দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়া বা তাদের নেতাকর্মীর ব্যাপারে কোনো নির্দেশনা ইস্যু করা, এসবই আইনে আছে। তিনি বলেন, এ মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরও যেসব দল এতে জড়িত ছিল, তাদের ব্যাপারেও যদি তদন্তের প্রয়োজন হয় তবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে তদন্ত সংস্থা।
আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন : মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল ইসলাম (৪৬)। জবানবন্দিতে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া থানায় ড্রাইভার কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। সাক্ষ্যে তিনি জানান, ওইদিন তার কোনো ডিউটি ছিল না। থানা ভবনের চতুর্থতলায় অবস্থান করছিলেন। বিকাল ৪টা থেকে সাড়ে ৪টায় থানা ভবনের জানালা দিয়ে দেখেন, নিচে লোকজন হইচই করছে। এ সময় গুলির শব্দও শোনেন।
সেখানে থাকা নিরাপদ মনে না করে নিচে নেমে আসেন এবং থানার মূল গেটের বামদিকে রাস্তায় একটি ভ্যানের ওপর লাশের স্তূপ দেখতে পান। কনস্টেবল রাশেদুল বলেন, “আশুলিয়া থানার সাবেক ওসি সায়েদ স্যার বলেন, ‘রাশেদ আপনার হাত খালি আছে, লাশগুলো ঢেকে দেন।’ পাশে থাকা নীল রঙের ব্যানার দিয়ে লাশগুলো ঢেকে দিই।” ওসি সায়েদের সঙ্গে পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, এএসআই বিশ্বজিৎ, কনস্টেবল মুকুল চোকদার, ডিবি ইনস্পেকটর আরাফাতও ছিলেন বলে সাক্ষ্যে রাশেদুল বলেন।
তিনি বলেন, ‘তারপর থানার পশ্চিম পাশে আটতলা একটি ভবনের নিচে আনুমানিক ১ ঘণ্টা অবস্থান করি। ওই ভবনের নিচ তলার একটি ছেলে, যার বাড়ি জামালপুর, তাকে আমি অনুরোধ করি আমাকে একটি পাঞ্জাবি ও টুপি দাও। আমি ওই পাঞ্জাবি ও টুপি পরে কাইচাবাড়ি রোড হয়ে জামগড়া রূপায়নে বন্ধুর বাসায় অবস্থান করি। পরে শুনতে পাই, আশুলিয়া থানার ভ্যানভর্তি লাশগুলো পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে।’ রাশেদুল ইসলামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মেদুর পশ্চিমপাড়া গ্রামে। তিনি এ মামলার ১২ নম্বর সাক্ষী।
এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী
- জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর
- স্বৈরাচার পতন দিবস আজ
- আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন
- জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস
- বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি
- ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
- বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে
- খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা
- দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন
- পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন
- নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক
- অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
- পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয়
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
- আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই
- খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার অসুস্থতা হাসিনার কারণে: রিজভী
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- মা….
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- যুক্তরাস্টের ফিলাডেলফিয়া শহরে কৃষ্ণাঙ্গের ছুড়িকাঘাতে গুরুতর আহত এক বাংলাদেশী





