পেনসিলভানিয়া, ১১ ডিসেম্বর, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল ১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে 'স্টুপিড', 'শুয়োরের বাচ্চা', 'বেজন্মা' বললেন আম জনতা দলের তারেক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান মহানবীকে নিয়ে কটূক্তি করায় জাবি ছাত্র আজীবন বহিষ্কার বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

এভাবেও ফিরে আসা যায়, দেখালেন রাহুল গান্ধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ জুন, ২০২৪

কেউ ডেকেছেন ‘পাপ্পু’ বলে। আবার কেউ উপহাস করেছেন ‘টিউবলাইট’ বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে ‘শাহজাদা’ তকমাও। বছরের পর বছর এমন ক্রমাগত কটাক্ষের শিকার হয়েছেন রাহুল গান্ধি। সামান্য ছুতো পেলেই কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।


তবে এই রাহুল গান্ধিই যে একদিন হয়ে উঠবেন আতঙ্কের নাম, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। ১৮তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে-বিপক্ষের সবাই মানছেন, রাহুল গান্ধি এখন ঝানু রাজনীতিবিদ। রাহুল গান্ধির ‘ইনডিয়া’ জোটের ঝুলিতে এসেছে ২৩৩ আসন,। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ‘ইউপিএ’ জোট পেয়েছিল ৯৪ আসন।


ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদি যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রাসঙ্গী বানিয়েছেন সব ধর্ম-বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদির চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, মোদির চেয়ে তিনগুণেরও বেশি ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন রাহুল।


অভিযোগ ছিল, দল গোছাতে পারেন না রাহুল। পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি তিনি। শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তাতেই সফলতা মিলেছে। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা।


সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে, ‘ইনডিয়া’ জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত-সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান গান্ধী পরিবারের এই উত্তরাধিকারী।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad