পেনসিলভানিয়া, ১২ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল ১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে 'স্টুপিড', 'শুয়োরের বাচ্চা', 'বেজন্মা' বললেন আম জনতা দলের তারেক

গোপন লেনদেন’ বাড়ছে, চীন ও রাশিয়াতে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সিও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ মে, ২০২৪

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

দক্ষিণ চীনের এক অ্যাপ্লায়েন্স কোম্পানি রাশিয়ায় পণ্য পাঠাতে গিয়ে বিপাকে পড়েছে। বিষয়টি পণ্যের গুণগত মান–সম্পর্কিত নয়। চীনের বড় বড় ব্যাংকগুলো রাশিয়ার সঙ্গে লেনদেন সীমিত করেছে, সে কারণেই এই বিপত্তি। এসব ব্যাংক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে আছে।বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই পরিস্থিতিতে রাশিয়ার পণ্য পাঠাতে চীনের এই কোম্পানি রাশিয়া-চীন সীমান্তে মুদ্রা বিনিময়কারীদের দ্বারস্থ হয়েছে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ওয়াং নিজেই এ তথ্য দিয়েছেন। এই ব্যক্তি নিজের ব্যক্তিগত নাম ব্যবহার করেন না; বরং তিনি পারিবারিক পদবি ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।মার্চে রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নাসহ বেশ কয়েকটি চীনা ব্যাংক পরোক্ষ নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া থেকে ইউয়ানে পেমেন্ট নেয়া বন্ধ করে দিয়েছে। এ কারণে চীন থেকে ৮০ শতাংশ পেমেন্ট ফিরে গেছে।বিষয়টির সঙ্গে ওয়াকিবহাল একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, মস্কো ও বেইজিংয়ের বাণিজ্যে আন্তঃসীমান্ত লেনদেনে বেশ কয়েকটি দেশ ব্যবহার হচ্ছে। এর মধ্যে রয়েছে হংকং, কিরগিজস্তান, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু কোম্পানি পেমেন্ট পরিষেবায় কার্যক্রম বাড়িয়েছে। রাশিয়া থেকে চীনে লেনদেন দ্রুত করার জন্য তারা অস্থায়ী চেইনও তৈরি করেছে।মধ্যস্থ করে এমন দুই রুশ পরামর্শক জানান, চীনের সঙ্গে লেনদেন করছে এমন প্রায় অর্ধেক রুশ সংস্থাই মধ্যস্থতাকারীদের সাহায্য নিচ্ছে। ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতায় পড়া রাশিয়ার প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এক বছর আগেই এসব মধ্যস্বত্বভোগীদের সঙ্গে সমঝোতায় আসে।বর্তমানে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর মাত্র এক-পঞ্চমাংশ চীনের ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি ব্যবহার করতে পারে। এছাড়া মাত্র ৩০ শতাংশ সীমিত আকারে ব্যবহার করতে পারে।চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের এক বাণিজ্য সংগঠনের নেতারা বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রাশিয়া ও চীনের মধ্যে এ ধরনের গোপন লেনদেন আরও বাড়বে। কিন্তু এই পদ্ধতিতে লেনদেনের বড় ঝুঁকি আছে।এদিকে মস্কোভিত্তিক এক রুশ ব্যাংকার বলেছেন, ক্রিপ্টোকারেন্সি ২০২১ সালে চীনে নিষিদ্ধ হলেও এটাই হয়তো লেনদেনের একমাত্র উৎস হয়ে উঠতে পারে। চীনের বড় ও ছোট ব্যাংকের কেওয়াইসির দরজা পেরিয়ে যাওয়া কঠিন।যাঁরা এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন, তাঁরা সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। তবে ঠিক কী পরিমাণ লেনদেন বড় বড় ব্যাংকগুলো থেকে ছুটে গেছে, সে বিষয়ে রয়টার্স নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad