পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই সনদে স্বাক্ষর করেনি কোন কোন দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৮ অক্টোবর, ২০২৫

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে। যথাযথ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে অংশ নিতে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আরও কয়েকটি রাজনৈতিক দলকে। দলগুলো হলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা যাননি। এর ফলে এসব দলগুলো কেউ এখনও পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি।

আগে থেকেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠেও তেমনই ইঙ্গিত ছিল। মধ্যরাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না তারা। অন্যদিকে বাম জোট আগেই জানিয়েছিল জুলাই সনদ অনুষ্ঠানে অংশ নেবে না।

এদিকে, সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যারা দুই একজন স্বাক্ষর করেননি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন। এটা উন্মুক্ত রাখা আছে।


এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, জুলাই সনদ বিশ্বে অন্যন্য উদাহরণ হয়ে থাকবে। 



দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাবো। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad