পেনসিলভানিয়া, ১২ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল ১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে 'স্টুপিড', 'শুয়োরের বাচ্চা', 'বেজন্মা' বললেন আম জনতা দলের তারেক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব পাস জাতিসংঘে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০১ পিএম, ১১ মে, ২০২৪

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব জাতিসংঘে পাস হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪৩টি দেশ এর পক্ষে ভোট দিয়েছে শুক্রবার। বিরুদ্ধে ভোট পড়েছে ৯টি। এর মধ্যে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র অন্যতম। ভোট দানে বিরত ছিল ২৫টি দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার এই প্রস্তাব পাস হওয়ার ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত গিলাদ এরদান জাতিসংঘ সাধারণ পরিষদেই এই প্রস্তাবের নিন্দা জানিয়ে জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, এই স্বীকৃতির মধ্যদিয়ে একটি সন্ত্রাসী রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত জানানো হচ্ছে। জাতিসংঘে দাঁড়িয়ে ইসরাইলি রাষ্ট্রদূতের এমন আচরণকে ঔদ্ধত্য হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের এই আচরণ ঔদ্ধত্যপূর্ণ।

গাজায় আক্রমণের বিষয়ে যতক্ষণ সদস্য রাষ্ট্রগুলো নীরব থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে জাতিসংঘ সনদ মূল্যবান। তারা নারী, শিশু এবং নিরীহ মানুষ মিলিয়ে গত সাত বছরে কমপক্ষে ৩৪ হাজার মানুষকে হত্যা করেছে। এরপরও ইহুদি এই রাষ্ট্রটি আশা করে তাদের এই কর্মকাণ্ডে বিশ্ব সম্প্রদায় উল্লাস করবে। তারা এর মধ্যদিয়ে যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক মানবাধিকারের আইন ভয়াবহভাবে লঙ্ঘন করছে। 


তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ওদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’র কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, নেতানিয়াহুর সরকার গাজা যুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এর আগে বামপন্থি এই নেতা গত সপ্তাহে গাজা যুদ্ধের কারণে ইসরাইলের সঙ্গে তার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, নেতানিয়াহু গণহত্যা বন্ধ করবে না। এর ফলে আইসিসি’র উচিত তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। একই সঙ্গে তিনি দাবি তোলেন গাজা ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের বিষয় বিবেচনা করতে। এ জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পর্ক ছিন্ন করার ফলে প্রেসিডেন্ট পেত্রোকে ইহুদিবিরোধী এবং ঘৃণায় পূর্ণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছে ইসরাইল। তারা বলেছে, তার এই অবস্থান হামাসকে পুরস্কৃত করা। ওদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার নিন্দা জানিয়েছে তাঞ্জানিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানুয়ারি মাকামবা বলেছেন, ফিলিস্তিনকে অধিক অধিকার ও সুবিধা দেয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে সমর্থন জানায় পূর্ব আফ্রিকার এই দেশ। তিনি বলেন, ১৪৩টি দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ সদস্য করার প্রস্তাবে ভোট দিয়েছে। তা সত্ত্বেও এটা এখনো স্বীকার করে নেয়া হচ্ছে না। কারণ, ইসরাইলের সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের। 

গাজা যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি চুক্তি এখনো পর্যন্ত না হওয়ায় গভীর অনুশোচনা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, উভয় পক্ষকে অব্যাহতভাবে আলোচনায় যুক্ত করার কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সেই আলোচনা ভার্চ্যুয়াল মাধ্যমে হলেও হতে পারে। এর আগে কাতার ও মিশরের উত্থাপিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয় হামাস। কিন্তু ইসরাইল তা মানতে অস্বীকৃতি জানায়। জন কিরবি বলেন, আমরা এখনো বিশ্বাস করি চুক্তি হওয়া সম্ভব। তিনি আরও বলেন, রাফায় ইসরাইলের সামরিক অভিযান উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। গাজা ও মিশরের মধ্যে রাফা ক্রসিং মানবিক ত্রাণের জন্য অবিলম্বে খুলে দিতে তিনি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাফার করুণ পরিণতির কথা বর্ণনা করেছেন গাজায় ইউনিসেফের সিনিয়র জরুরি সমন্বয়ক হামিশ ইয়াং। তিনি বলেছেন, ৩০ বছর ধরে বড় আকারে মানবিক জরুরি কাজে আমি কাজ করে আসছি। কিন্তু গাজার মতো বিপর্যয়কর, জটিল এবং গা রি রি করে উঠা পরিস্থিতির মুখোমুখি হইনি কখনো। তিনি বলেন, ইসরাইলের কথিত ‘মানবিক জোন’ আল মাওয়াসির সড়কগুলোতে শত শত ট্রাক, বাস, গাড়ি এবং গাধায় টানা গাড়ি, মানুষ আর তাদের জিনিসপত্রে বিশৃঙ্খল এক অবস্থার সৃষ্টি হয়েছে। ৫ দিন ধরে জ্বালানি নেই। কার্যত কোনো মানবিক ত্রাণ পৌঁছেনি গাজায়। এরই মধ্যে এই যুদ্ধে কমপক্ষে ১৪ হাজার শিশু নিহত হয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad