পেনসিলভানিয়া, ১৫ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২

সর্বশেষ:
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান বিএনপি’র প্রার্থী পরিবর্তনে আবেদনের স্তূপ নয়াপল্টনে ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান

বাস-পিকাপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় গ্রেফতার চালক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:০০ পিএম, ২২ এপ্রিল, ২০২৪

ফরিদপুরের কানাইপুরে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে র‍্যাব-১০ ফরিদপুর কোম্পানীর সদস্যরা। গত ১৬ এপ্রিল ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরে বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের এক স্বজন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। দুর্ঘটনার পর থেকে পলাতক ছিল উত্তরা ইউনিক পরিবহনের বাস চালক। তাকে গ্রেফতার করতে পুলিশের পাশাপাশি মাঠে নামে র‍্যাব সদস্যরাও।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ফরিদপুর র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন র‍্যাবের কোম্পানী অধিনায়ক কেএম শাইখ আকতার।


তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিল বাস চালক। তাই প্রথম কাজ ছিল বাস চালকের পরিচয় শনাক্ত করা। তার নাম মো. খোকন মিয়া (৫৪)। সে ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার বাজে বামনদহ গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।


এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, এই চালক ঈদের আগে থেকেই টানা গাড়ি চালিয়ে আসছে। দুর্ঘটনার আগের রাতেও সে বাস নিয়ে ঢাকা যায়। ঢাকা পৌঁছার ১ ঘণ্টা পরেই আবার বাস নিয়ে জীবননগরের উদ্দেশে রওয়ানা দেয়। টানা গাড়ি চালানোর কারণে চালক ছিল ক্লান্ত, ফলে তার তন্দ্রাভাব বা ঘুমভাব আসছিল। এছাড়াও অতিরিক্ত গতি ছিল দুইটি পরিবহনেররই।


শাইখ আকতার জানান, যেহেতু এই ঘটনায় কোতয়ালী থানায় এক নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেছে, সেহেতু এই বাস চালককে আমরা কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করবো।


উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে আলফাডাঙ্গা থেকে ১৮ জন নারী-শিশু ও পুরুষ নিয়ে পিকআপ যোগে ত্রানের টিন নিতে ফরিদপুর যাচ্ছিলেন, অপরদিকে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুরের কানাইপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় এই দুই পরিবহনের। এতে ঘটনাস্থলে ১১ জন, পরে ফরিদপুর ও ঢাকার হাসপাতালে আরও ৪ জন নিহত হয়। তারা সবাই পিকআপের যাত্রী ছিল।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad