পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. নির্জন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে এই ছাত্রদল নেতা মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ প্রার্থির মধ্যে নির্জন পান এক ভোট। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৭৬১ জন।

গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি হন নির্জন।

এর আগে গকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নেন নির্জন। তবে ভোটের আগের দিন বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন। কিন্তু ততক্ষণে প্রার্থিতা প্রত্যাহার শেষ সময়ও চলে গিয়েছিল।

এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণের পর থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। রাতে ফলাফল ঘোষণার সময় তারা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগতদের নিয়ে জড় হন এবং বিক্ষোভ করেন। তখন ‘ফলাফল মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ক্যাম্পাসের ভেতর প্রবেশের চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হন।




মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad