পেনসিলভানিয়া, ০৬ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস আজ আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয় না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪

চলমান আন্দোলনকে সফল করতে ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে প্রস্তুত হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ কাজের অংশ হিসেবে সংগঠনের প্রতি মনোনিবেশ করতে হবে। 

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয় না। প্রত্যেকটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। 


আজ শনিবার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া এবং চলমান আন্দোলনে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সম্মানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। 


বিএনপি মহাসচিব বলেন, ‘সব সময় মনে রাখতে হবে, এই আন্দোলন একদিনের আন্দোলন নয়। এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়। এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষার আন্দোলন। তখনি আমরা জাতিকে রক্ষা করতে পারবো, যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে, এই জনসমর্থনহীন দখলদার সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো।’ 


তিনি বলেন, ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু। আমাদের সমস্ত আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকায়, এখানে সরকারের ভয়াবহ দানবদের পরাজিত করা। সে কারণে ঢাকার দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করবো ঢাকার নেতাদের যে, ঢাকাকে সেভাবে গড়ে তোলেন যেন ঢাকা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে। সেভাবে এখানে আমাদের সংগঠনকে গড়ে তুলতে হবে। এখন সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে সংগঠনের প্রতি, জনগণের সাহস বাড়িয়ে তুলতে হবে। শত্রুদের পরাজিত করতে কৌশল গ্রহণ করতে হবে।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad