745
“বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা উদযাপিত”
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ মে, ২০২৪
গত ২৬ শে মে রবিবার, আপার ডার্বির মেলবোর্নে বাংলাদেশ এভিনিউ এর উপর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে গেল বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১। বৈশাখী মেলার আহ্বায়ক ও মেলবোর্ন বোরোর মেয়র জনাব এম এ তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিনেটর কিম কারনি,আপার ডার্বির মেয়র জন ব্রাউন, বৈশাখী মেলার গ্র্যান্ডস্পন্সর অ্যাপল হোম কেয়ারের কর্ণধার জনাবা লায়লা তাসমিন ও আমেরিকায় মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত আরো অনেক নেতৃবৃন্দ।
দুপুর ১২:০১ মিনিটে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন মেলবোর্ন মেয়র জনাব এম এ তৈয়ব। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহব্বায়ক কাজী সাখাওয়াত হোসেন, আজম মাহাবুবুর রহমান, মাহবুবুল আলম, যুগ্ম-আহব্বায়ক মোঃ আজিম উদ্দীন, নুর করিম রনি, মোঃ সেলিম রাজা, লায়লা তাসমিন, মোঃ সাজ্জাদ, সমন্বয়ক মো: জেফলিন, মোঃ ফারুক আহাম্মেদ, মোঃ মোশারফ হোসেন, ফাতেমা আফরোজা, মোঃ সালাউদ্দিন মিয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াকিল হোসেন তুষার, মোঃ নাজমুল হক, সহযোগিতায় জাহাঙ্গীর আলম, সারোয়ার আলম, মাহিদুন্নবী রুকু, মঞ্জুরুল ইসলাম, তানভীর মাহাতাব, মশিউর রহমান, রিয়াজুল হক টিটু, ফরিদুল ইসলাম, দেলোয়ার রহমান, পারভীন রিনা, লাইজু, মোঃ শাহিন, মোঃ রিপন, সুলতান আহমেদ। মেলা উদ্বোধনের পরপর মেলায় আগত সকল অতিথিদেরকে পান্তা ইলিশ ও ভর্তা পরিবেশন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই সম্ভবত প্রথম কোন বৈশাখী মেলা যেখানে ফ্রি-তে পান্তা ইলিশ খাওয়ানো হয়েছে।মেলায় আগত অতিথিরা ফ্রি পান্তা ইলিশ খেয়ে অত্যন্ত আনন্দ এবং উৎফুল্ল প্রকাশ করেন।
