পেনসিলভানিয়া, ১২ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ:
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করবো’ খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন বগুড়া ৬-এ তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির ওয়াকি আব্দুল্লাহ কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ মদ বিক্রি শুরু করলো সৌদি আরব জনগণ ১৯৭১ সালেই তাদের দেখেছেন: তারেক রহমান ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল ১৮ দল নিয়ে জাপার একাংশ ও জেপি’র নেতৃত্বে জোট এনডিএফ ঘোষণা ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে 'স্টুপিড', 'শুয়োরের বাচ্চা', 'বেজন্মা' বললেন আম জনতা দলের তারেক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান

“বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা উদযাপিত”

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ মে, ২০২৪

গত ২৬ শে মে রবিবার, আপার ডার্বির মেলবোর্নে বাংলাদেশ এভিনিউ এর উপর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে গেল বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১। বৈশাখী মেলার আহ্বায়ক ও মেলবোর্ন বোরোর মেয়র জনাব এম এ তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিনেটর কিম কারনি,আপার ডার্বির মেয়র জন ব্রাউন, বৈশাখী মেলার গ্র্যান্ডস্পন্সর অ্যাপল হোম কেয়ারের কর্ণধার জনাবা লায়লা তাসমিন ও আমেরিকায় মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত আরো অনেক নেতৃবৃন্দ। 

দুপুর ১২:০১ মিনিটে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন মেলবোর্ন মেয়র জনাব এম এ তৈয়ব। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহব্বায়ক কাজী সাখাওয়াত হোসেন, আজম মাহাবুবুর রহমান, মাহবুবুল আলম, যুগ্ম-আহব্বায়ক মোঃ আজিম উদ্দীন, নুর করিম রনি, মোঃ সেলিম রাজা, লায়লা তাসমিন, মোঃ সাজ্জাদ, সমন্বয়ক মো: জেফলিন, মোঃ ফারুক আহাম্মেদ, মোঃ মোশারফ হোসেন, ফাতেমা আফরোজা, মোঃ সালাউদ্দিন মিয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াকিল হোসেন তুষার, মোঃ নাজমুল হক, সহযোগিতায় জাহাঙ্গীর আলম, সারোয়ার আলম, মাহিদুন্নবী রুকু, মঞ্জুরুল ইসলাম, তানভীর মাহাতাব, মশিউর রহমান, রিয়াজুল হক টিটু, ফরিদুল ইসলাম, দেলোয়ার রহমান, পারভীন রিনা, লাইজু, মোঃ শাহিন, মোঃ রিপন, সুলতান আহমেদ। মেলা উদ্বোধনের পরপর মেলায় আগত সকল অতিথিদেরকে পান্তা ইলিশ ও ভর্তা পরিবেশন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই সম্ভবত প্রথম কোন বৈশাখী মেলা যেখানে ফ্রি-তে পান্তা ইলিশ খাওয়ানো হয়েছে।মেলায় আগত অতিথিরা ফ্রি পান্তা ইলিশ খেয়ে অত্যন্ত আনন্দ এবং উৎফুল্ল প্রকাশ করেন।

বৈশাখী মেলার দ্বিতীয় পর্বে ছিল সংগীত অনুষ্ঠান,বাচ্চাদের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের সাথে মেয়েদের নৃত্য। বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার ও ঐতিহ্য নিয়ে নানা কথায় মুখরিত ছিল আয়োজক কমিটির প্রত্যেকের মুখে মুখে।

বৈশাখী মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। যারা পেনসিলভেনিয়ার আপার ডার্বির কমিউনিটির জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন এমন কয়েকজনকে এ সম্মাননা প্রদান করা হয়।এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাপল হোমকেয়ারের কর্ণধার লায়লা তাসমিন, পেনসিলভেনিয়া বাংলা নিউজ এর সম্পাদক ও প্রতিষ্ঠাতা জনাব নাজমুল হাসান বাবু ও আজাদ ভিশনের এর প্রতিষ্ঠাতা জনাব আজাদকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা প্রাপ্ত সবাই অঙ্গীকার করেন যে, তাদের কর্ম দক্ষতা জ্ঞান ও মনন দিয়ে আগামী দিনে এই কমিউনিটির উন্নয়নে ও প্রসারে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তারা ভূমিকা রাখবেন।

বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল ভ্যানডরদের সুস্বাদু নানা রকমারি খাবারের দোকান।পিঠাপুলি,কাপড়-চোপড়, এছাড়াও ছিল ছোট ছোট বাচ্চাদের দুটি ফ্রি রাইড এর ব্যবস্থা। যেখানে ছোট বাচ্চারা অত্যন্ত আনন্দ নিয়ে সেই রাইটগুলো উপভোগ করেছেন। মেলায় আগত প্রত্যেক অতিথি বৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১ আয়োজক কমিটিকে। অতিথিরা বলেছেন এই প্রবাসে এত সুন্দর এত চমৎকার একটি আয়োজন করেছেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা তারা অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করেছেন। এরকম আরো নতুন নতুন অনুষ্ঠান আয়োজক কমিটির থেকে প্রত্যাশা করেন মেলায় আগত সবাই।

মেলায় আকর্ষণীয় রেফেল ড্র ব্যবস্থাও ছিল। রাফেলর ড্র প্রথম পুরস্কার হিসেবে ছিল সোনার গহনার সেট, আজাদ ভিসন এর পক্ষ থেকে। দশটি আকর্ষণীয় রেফারেলের মধ্যে ছিল ল্যাপটপ, ৬৫” টিভি ,নোটপ্যাড,প্রিন্টার, মোবাইল,ফ্যান সহ আরো অনেক কিছু।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad