60
প্রবাসীরা ভোট দেবেন ১৪ দিন আগে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা কমবেশি ১৪ দিন আগে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ২৮ দিন আগে ব্যালট পাঠানো হবে। দেশের দূরত্ব বিবেচনায় ওই সময় রাখা হয়েছে। এজন্য দুটি খাম একত্রে পাঠানো হবে। মুদ্রিত ব্যালট যাবে সাদা খামে। ভোট শেষে হলুদ খামে ফেরত পাঠাবেন ভোটার। ভোটের গোপনীয়তার স্বার্থে রঙিন খাম ব্যবহার করা হচ্ছে। শুধু নিবন্ধনকারীরা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) একাধিক সূত্র এ বিষয়ে আমার দেশকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এবার ইসির লক্ষ্য ৫০ লাখ প্রবাসী ভোটার। প্রতিটি ভোটারের পেছনে সরকারের ব্যয় ধরা হয়েছে ৫০০ টাকা। ইতোমধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলোর মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধনে অংশ নিতে প্রচার শুরু হয়েছে। নিবন্ধনের আলোকে ধাপে ধাপে প্রবাসীদের জন্য ব্যালট মুদ্রণ শুরু হবে।
ইসি ও ডাক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি চাকরিজীবী, কারাগারের বন্দি ও নির্বাচনি কাজে যুক্ত নাগরিকরাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এজন্য তাদেরও আগে থেকে নিবন্ধন করতে হবে। এসব ব্যক্তির কাছে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে ব্যালট পাঠানো হবে। দেশি-বিদেশি পাঠানো চিঠির অবস্থান গ্লোবাল পজিশনিং সিস্টেমে (জিপিএস) তদারক করবে ডাক বিভাগ।
ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য ব্যালট ছাপানো হবে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে। এ কারণে সেখানে শুধু দলের নাম ও প্রতীক থাকবে। ওই ব্যালটে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও কমবেশি ১৫টি প্রতীক রাখা হবে। সংসদীয় ৩০০ আসনে প্রার্থী কে—নিকটাত্মীয়দের মাধ্যমে তা জেনে ভোট দেবেন তারা। অন্যদিকে দেশীয় নাগরিকদের ব্যালটে রাখা হবে প্রার্থীর নাম ও দলীয় প্রতীক। এসব ভোটারের পেছনে সরকারের ব্যয় হবে ১২২ টাকা।
সূত্র জানায়, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদানে ‘সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন (ওসিভি-এসডিআই)’ নামে একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছে। এর পেছনে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা। অনলাইন নিবন্ধনে অ্যাপ তৈরিসহ প্রাসঙ্গিক খরচ নির্বাহ হবে এ প্রকল্প থেকে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোবাইল অ্যাপ তৈরি, পরীক্ষামূলকভাবে প্রবাসী ও দেশের অভ্যন্তরের ভোটারদের নিবন্ধন, ট্র্যাকিং মডিউল এবং প্রতীক ও প্রার্থীদের সংযুক্ত করার কাজ শেষ করা হবে। আগামী ১ থেকে ৩১ অক্টোবরের পর্যন্ত মোবাইল অ্যাপের ট্রায়াল, নিরীক্ষা, ত্রুটি সংশোধন ও ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত করা হবে। ১ অক্টোবর থেকে ১০ নভেম্বরে মধ্যে ব্যালট পেপার, নির্দেশিকা ও ঘোষণাপত্র মুদ্রণ করা হবে। আর ভোটার তালিকাভুক্তি নিবন্ধন কার্যক্রম শুরু হবে ১১ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এদিকে ডাক বিভাগ খামের কাস্টমাইজেশন করবে ১৫ নভেম্বর থেকে ৫ জানুয়ারি। ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে ২০ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা মুদ্রণ হবে ১ থেকে ৫ ডিসেম্বর।
নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আর এজন্য তৈরি করা হচ্ছে, ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ।
নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ আমার দেশকে বলেন, ‘আমাদের এখানে অনুমানিক ১০ লাখ মানুষ ভোটে অংশ নেবেন। নিবন্ধন করবেন আরো বেশি। যদি এ সংখ্যক প্রবাসী অংশ নেন, তাহলে বাংলাদেশ প্রবাসীদের ভোটদানের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করবে।’
নির্বাচন কমিশনার আরো বলেন, প্রবাসীদের ব্যালট আমরা দ্রুত সময়ে ছাপানো শুরু করব। এ ব্যালটে প্রার্থীর নাম থাকবে না। শুধু প্রতীক ও দলের নাম থাকবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫টি প্রতীক রাখা হবে। রোডম্যাপ অনুযায়ী নিবন্ধন শুরু হবে। বিদেশে বাংলাদেশি মিশনগুলো ইতোমধ্যে প্রবাসীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচার শুরু হপ্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত জানানো হবে : ইসি
প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে দ্রুত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন ভবনের সাংবাদিকদের এ তথ্য জানান ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কীভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কীভাবে রেজিস্ট্রেশন করবেন—তার একটা মোটামুটি রূপরেখা দেওয়া হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি।
য়েছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী
- জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর
- স্বৈরাচার পতন দিবস আজ
- আমার হায়াত কমিয়ে হলেও খালেদা জিয়াকে সুস্থ করে দেন
- জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস
- বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি
- ১০ ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
- বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না, বরং পুনর্গঠনের পথে
- খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে যেসব আধুনিক সুবিধা
- দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন
- পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন
- নিবন্ধন পেতে যাচ্ছে আম জনতার দল, চেয়েছে প্রজাপতি প্রতীক
- অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
- পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজিসহ ২৪ ভারতীয়
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
- আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই
- খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার অসুস্থতা হাসিনার কারণে: রিজভী
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- মা….
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- যুক্তরাস্টের ফিলাডেলফিয়া শহরে কৃষ্ণাঙ্গের ছুড়িকাঘাতে গুরুতর আহত এক বাংলাদেশী





